ফ্যাশন ও প্রযুক্তির অপূর্ব সংমিশ্রণে কেমন হবে আগামীর পোশাক শিল্প? রোবট-কোবটের মতো প্রযুক্তির ব্যবহার কোথায় নিয়ে যাবে ফ্যাশন শিল্পকে? এমন বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশনলজি সামিট’। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সামিটে সমাবেত হবেন বিশ্বের সেরা ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। এতে বিশ্বের ১০টি দেশ থেকে মোট ২৬ জন ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন, যেখানে পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনগুলো নিয়ে আলোচনা হবে।
মোট চারটি সেমিনারে বিশেষজ্ঞরা পৃথক পৃথক বিষয়ের ওপর আলোচনা করবেন। সেমিনারের বিষয়গুলো হলো— ফ্যাক্টরি অব দ্য ফিউচার, ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড ডিজিটালাইজেশন অব সাপ্লাই চেইন, ফ্যাশন টেক অ্যান্ড সাসটেইনেবল ইনোভেশন ও মাস কাস্টমাইজেশন অ্যান্ড অন ডিমান্ড ম্যানুফ্যাকচারিং।
ফ্যাশনলজি সামিটের পাশাপাশি এর আয়োজক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল টেক ফ্যাশন শো। এতে ডিজিটাল ও প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুতকৃত সৃজনশীল ও উদ্ভাবনী ফ্যাশন ডিজাইন প্রদর্শন করা হবে। পাশাপাশি কোবট প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ফ্যাশনলজি সামিট আয়োজনের উদ্দেশ্য হলো— প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। —বিজ্ঞপ্তি