তৈরি পোশাক ব্যবসায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার। উৎপাদন খরচ কমায় এতে আগ্রহী হয়ে উঠছেন উদ্যোক্তারা। আর এই প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে, রাজধানীতে শেষ হলো দ্বিতীয় ফ্যাশনলোজি সামিট ও ১০ম ডেনিম এক্সপো। ডেনিমের বাজার সম্প্রসারণ ও নতুন বাজার দখলের প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ইচ্ছা উদ্যোক্তাদের।
প্রতিনিয়ত বড় হচ্ছে দেশের ডেনিমের বাজার। বাজার দখলের প্রতিযোগীতায় জোরকদমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তের গার্মেন্ট ক্রেতাদের সাথে ডেনিমের পরিচয় আরো শক্তিশালী করতে রাজধানীতে শেষ হলো ১০ম ডেনিম এক্সপো।
রাজধানীর বসুন্ধরা কনভেনশনে শেষ হওয়া এ মেলায় ভিড় করেছিলেন ১১টি দেশের ৬৩টি প্রতিষ্ঠান। নিয়ে এসেছিলেন তাদের নিত্য নতুন ডেনিম পণ্য।
ডেনিম পণ্যের প্রদর্শনীর পাশাপাশি ২য় ফ্যাশনলজি সামিটে উঠে আসে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারের কথা। খরচ কমানোর পাশাপাশি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আধুনিক ডিজাইনের পণ্য কিভাবে ক্রেতাদের সামনে উপস্থাপন ও বাজারজাত করা যায় তা উঠে আসে এখানে।
সামনের দিনগুলোতে বাজার দখলের প্রতিযোগীতায় বাংলাদেশ তাদের অবস্থান আরো শক্তিশালী করবে বলে আশা সংশ্লিষ্টদের।