দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ফ্যাশনোলজি সামিট’ ব্যাপক সাড়া জাগিয়েছে। এতে অংশ নেন বিশ্বের ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। দিনব্যাপী এই সম্মেলনে জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে জমজমাট ফ্যাশন শোতে বাংলাদেশি পোশাক পণ্য ক্রেতাদের নজর কেড়েছে। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন— এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা— সিইও মোস্তাফিজ উদ্দিনসহ বিশ্বের খ্যাতনামা ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। এতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ফ্যাশনোলজি সামিটের উদ্দেশ্য হলো প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের ১৭ জন ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞ চারটি সেশনে অংশ নেন। তারা প্রযুক্তিনির্ভর আগামীর পোশাক ও ফ্যাশন শিল্প সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেন। উদ্যোক্তা, কর্মকর্তা, ক্রেতা প্রতিনিধি, বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগীসহ পোশাক শিল্পের নীতিনির্ধারক পর্যায়ের প্রায় সাড়ে চারশ প্রতিনিধি অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকরা।