সারা বিশ্বের পরিবেশবান্ধব পোশাক খাতকে একত্রিত করতে আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফ্যাশনলজি সামিট। এই আন্তর্জাতিক মানের সামিটে পোশাক খাতের বর্তমান অবস্থার সঙ্গে ভবিষ্যতের পার্থক্য কমিয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এটি অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সামিটে ভবিষ্যতের পোশাক কারখানা, পরিবেশবান্ধব ও স্থায়িত্বশীল উদ্ভাবন এবং পোশাক খাতের আধুনিক ট্রেন্ড বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের সেমিনার অনুষ্ঠিত হবে।
Bangladesh Fashionology Summit brings together the parts of apparel and fashion industry innovation ecosystem from around the globe in one place
Copyright by Bangladesh Fashionology Summit