প্রযুক্তি, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বস্ত্র ও ফ্যাশন শিল্পের বর্তমান এবং ভবিষ্যতের মাঝে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে ফ্যাশনলজি সামিট। আগামী ১২ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য দিনব্যাপী এ আন্তর্জাতিক সামিটের আয়োজক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ফ্যাশনলজি সামিটকে প্রযুক্তি, উদ্ভাবন ও ফ্যাশনের সকল স্তরের সঙ্গে সংশ্লিষ্টদের মিলনমেলায় পরিণত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ এপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, আধুনিক, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর পোশাক প্রস্তুত প্রক্রিয়া ও সাপ্লাই চেইন তৈরির আলোচনার পথ সুগম ও প্রশস্ত করাই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়া ‘আগামী প্রজন্মের’ পোশাক প্রস্তুত ও বিপণনের ১টি কেন্দ্রবিন্দুতে পরিণত করার যথার্থ দিকনির্দেশনা প্রদান করা।