বিশ্বব্যাপী গার্মেন্টস খাতের নতুন নতুন ফ্যাশন ও হাল আমলের প্রযুক্তি যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গণে নিজস্ব টেকসই অবস্থান ও ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হলে নতুন নতুন প্রযুক্তি, ফ্যাশন ও উদ্ভাবনের সঙ্গে তাল মেলানোর সক্ষমতা তৈরি করতে হবে। আগামীতে বাংলাদেশের জন্য এটিই অন্যতম চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রথমবারের মত আয়োজিত বাংলাদেশ ফ্যাশনলজি সামিটে বিশেষজ্ঞরা এ মন্তব্য করেন। দিনভর অনুষ্ঠিত ওই সম্মেলনে চারটি কর্মঅধিবেশন শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ছাড়াও বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেনিয়ারে, আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহি মোস্তাফিজ উদ্দিন, এমডি মহিউদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।